পটুয়াখালীতে করোনা সংক্রমণরোধে ইমামদের সভা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনা সংক্রমণরোধে ইমামদের সভা
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে করোনা সংক্রমণরোধে ইমামদের সভা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে মহামারি করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ইমামদের করণীয় ও প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও  ইসলামিক ফাউন্ডেশন’র আয়োজনে  ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী’র উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দি আহমেদ।

ইসলামিক ফাউন্ডেশন’র মাস্টার ট্রেনার মাওলানা মুহা. আবদুল হালিমের সঞ্চালনে সভায় আলোচনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আবু সাঈদ, সাধারন সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আবদুল কাদের।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, মহামারি করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আক্রমন করতে পারে। যাতে এ রোগের প্রার্দভাবে কেই সংক্রামিত না হয়, মারা না যায় সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। সংক্রমণরোধে ঈমাম সাহেগন মসজিদে বয়ানের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখতে পারবেন।

সভা শেষে দেশবাসীর শান্তি কামনাসহ করোনার প্রভাব থেকে দেশ রক্ষায় সৃস্টি কমর্তার সাহায্য কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত অনষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন মসজিদের প্রায় দুই শতাধিক ইমামগণ উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৭ ● ২৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ