পটুয়াখালীতে মা ইলিশ সংরক্ষনে সমন্বিত অভিযান

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে মা ইলিশ সংরক্ষনে সমন্বিত অভিযান
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে মা ইলিশ সংরক্ষনে সমন্বিত অভিযান

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে মা ইলিশ সংরক্ষনে সমন্বিত অভিযান পরিচালনা করছে জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, কোষ্টগার্ডস।
প্রথম দিনে জেলার ৮উপজেলায় ১৪টি অভিযান পরিচালনা করে ০.০৯ মেট্রিক টন ইলিশ, প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ২৯ হাজার মিটার কারেন্ট জাল, ৩৪টি অন্যান্য জাল জব্দ করে। এছাড়া ৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ১৫ দিন করে জেল ও ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। এদিকে নদ-নদীতে টহলের পাশাপাশি এ সময়ে মা ইলিশ না ধরার জন্য নদীতীরবর্তী জেলেদের বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, মৎস্য বিভাগের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে নদী ও সাগরে বেড়েছে মাছের উৎপাদন। এখন নদী-সাগরে বড় আকারের প্রচুর মাছ ধরা পড়ছে। অবরোধকালীন সময়ে জেলেদের জন্য দেয়া প্রনোদনা। এবার শতভাগ ইলিশ শিকারী জেলেদের প্রনোদনা দেয়া হচ্ছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৬:০৩ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ