পটুয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

 

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”-এবার এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হল জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস-২০২০। আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ দিবসটি পালন করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভা মিলনায়তনে প্রদর্শনীর মাধ্যমে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ভিপি অঅ. মান্নান, উপজেলা চেয়ারম্যান, জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মকর্তাবৃন্দ, শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।  সুস্থ জীবন লাভে প্রত্যেকের স্যানিটেশন জ্ঞান থাকা দরকার এজন্য জনসচেতনতা একান্ত জরুরী বলে মতামত ব্যাক্ত করেন বক্তারা।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০২:১০ ● ২৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ