বাবুগঞ্জে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রয়, ১৩ জনের জেল

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রয়, ১৩ জনের জেল
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০


বাবুগঞ্জে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রয়, ১৩ জনের জেল


বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥


 

বরিশালের বাবুগঞ্জে রাতের আধাঁরে সুগন্ধা নদীর তীর থেকে মাটি কেটে বিক্রয়ের অপরাধে ১৩ জন শ্রমিকের প্রত্যেককে তিন মাস করে জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আমীনুল ইসলাম’র ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৪ই অক্টোবর) রাত ৩:৩০ মিনিটে উপজেলার দোয়ারিকা এলাকায় মাটি কাটার সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীর তীর থেকে মাটি কেটে বিক্রয়ের অপরাধে ১৩ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃতরা হলেন,মোঃ কাদের (৩৮), মোঃ আসলাম (৩৫), মান্নান (৩২),মোঃ রহিম শেখ (৪১), জিয়াউর রহমান (৩২), মোঃ আসাদুল (২৫), মোঃ সাহিন (২২), মোঃ ওমর ফারুক (৩২), মোঃ আর রমিদ (৩৩), মোঃ আকরাম (৩৫), মোঃ নজরুল ইসলাম (৪৫), মোঃ মোসলেম (৭৫), মোঃ রুহুল আমিন (৫৮) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থা আইন-২০১০এর ৪(ঘ)ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

 

 

 

এএ/এমআর

 

বাংলাদেশ সময়: ১৩:১৫:১৩ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ