গোপালগঞ্জের ডাঃ রমানাথ বিশ্বাস আর নেই

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জের ডাঃ রমানাথ বিশ্বাস আর নেই
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০


গোপালগঞ্জের ডাঃ রমানাথ বিশ্বাস আর নেই

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের বর্ষিয়ান প্রগতিশীল রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা ডাঃ রমানাথ বিশ্বাস (৯০) পরলোকগমণ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকায় তার পুত্র ডাঃ রনেন বিশ্বাসের বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ডাঃ রমানাথ বিশ্বাস অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাবেক নেতা। ১৯৭০ সালে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষ থেকে কুড়েঘর প্রতীকে গোপালগঞ্জ আসন থেকে প্রদেশিক পরিষদের নির্বাচনে অংশ নেন। এছাড়া ১৯৭৩ সালে তিনি কুড়েঘর প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা গোপালগঞ্জের মানুষের প্রিয় চিকিৎসক ডাঃ রমানাথ বিশ্বাসের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক,  সাধারন সম্পাদকমাহবুব আলী খান, সিপিবি-র জেলা সভাপতি অধ্যক্ষ আবু হোসেন, উদীচীর জেলা সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বিএমএ জেলা শাখা ও জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
ডাঃ রমানাথ বিশ্বাসের মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জ শহরের  নিজবাড়ীতে এসে পৌছানোর পর পৌর মহাশশ্মানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৪ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ