কাউখালীতে উপ-নির্বাচনে নিখিল সদস্য নির্বাচিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে উপ-নির্বাচনে নিখিল সদস্য নির্বাচিত
শনিবার ● ১০ অক্টোবর ২০২০


কাউখালীতে উপ-নির্বাচনে নিখিল সদস্য নির্বাচিত

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ নির্বাচনে নিখিল সুতার তালা প্রতীকে ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম কুন্ডু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাদেব আচার্য্য মৃত্যু বরণ করেন।
নির্বাচন কমিশন  ২৯ মার্চ আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের  তারিখ ঘোষণা করে। কিন্ত করোনার কারনে তা পিছেয়ে ১০অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্যের শুন্য পদে উপ নির্বাচন ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৯০১ জন এরমধ্যে পুরুষ ভোটার ৪৭৮ জন এবং নারী ভোটার ৪২৩ জন।
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি সদস্য পদে উপ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৭ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ