বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের তিন এএসআই গুরুতর আহত

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের তিন এএসআই গুরুতর আহত
শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় পৃথক দু’টি সড়কে অটো ভ্যান ও মটরসাইকেল দুর্ঘটনায় থানা পুলিশের তিন এএসআই গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে বরিশাল শেবাচিম ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাইশারী বাজার সংলগ্ন সড়কে ব্যাটারীচালিত একটি অটো ভ্যানের সঙ্গে মূখোমুখি সংঘর্ষে মটোরসাইকেল আরোহী লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জুয়েল ও এএসআই জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সালমা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পায়ে গুরুতর আহত থাকার কারনে এএসআই জুয়েলকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। এর প্রায় এক মাস পূর্বে বানারীপাড়া-বরিশাল মহাসড়কের চৌয়ারীপাড়া এলাকায় একটি মটরসাইকেলের সঙ্গে মূখোমুখি সংঘর্ষে থানা পুলিশের এএসআই ফয়সাল হোসেনের একটি পা ভেঙ্গে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি মো.খলিলুর রহমান জানান। প্রসংগত উক্ত পৃথক দু’টি দুর্ঘটনার ভ্যান ও মটরসাইকেল চালক দু’জনই বড় ধরণের গুরুতর আহত না হলেও তারা অল্পের জন্য প্রাণে বেচে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এএসএম/এনইউবি

বাংলাদেশ সময়: ০:৫৩:৩৭ ● ১২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ