গৌরনদী থানার তিন এসআই’কে ক্লোজড

প্রথম পাতা » বরিশাল » গৌরনদী থানার তিন এসআই’কে ক্লোজড
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০


গৌরনদী থানার তিন এসআই’কে ক্লোজড

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশ গ্রহণ করার কারণে বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপ-পরিদর্শক (এস.আই)কে ক্লোজড করা হয়েছে। তাদেরকে বুধবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- এসআই সাধন কুমার মন্ডল,  মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম।  বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) গৌরনদী থানা পরিদর্শনের সময় ওই তিন এসআই’র পরিধেয় ইউনিফরম দৃষ্টিগোচর হওয়ার কারণে তাদেরকে ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন। এ সময় থানার এসআই সাধন কুমার মন্ডল, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম ড্রেস রুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশ গ্রহণ করলে পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয়। পোশকের (ড্রেস রুল) ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার মৌখিক নির্দেশ দেন পুলিশ সুপার। এরপর বুধবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে  থানা থেকে তাদেরকে সিসি দেয়া হয়েছে। ওই তিন এসআইকে ক্লোজড করে বুধবার রাতে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫৩ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ