রাজধানীতে অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টারে তালা, ৮ জনকে দন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাজধানীতে অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টারে তালা, ৮ জনকে দন্ড
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৯


রাজধানীতে অভিযান চালিয়ে ১০ কোচিং সেন্টারে তালা, ৮ জনকে দন্ড

ঢাকা সাগরকন্যা অফিস॥

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালানোয় ঢাকার ১০টি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেগুলোতে তালা লাগানোর পাশাপাশি আটজনকে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোচিং সেন্টারগুলো হল- ফার্মগেটের ম্যাবস ও মবিডিক কোচিং সেন্টার, ধানমন্ডির উদয় কোচিং সেন্টার, মোহাম্মদপুরের ম্যাক, লুমিনাস ও পাসওয়ার্ড কোচিং সেন্টার এবং জিগাতলার নব দিগন্ত অ্যাকাডেমিক কোচিং, জয়যাত্রা, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভ ও ব্রেইজ কোচিং সেন্টার।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রবিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, সবগুলো কোচিং সেন্টার ‘সিলগালা’ করে দেওয়ার পাশপাশি নব দিগন্তকে এক হাজার, জয়যাত্রাকে পাঁচ হাজার, অনন্যকে ৯১ হাজার, ব্রেইজকে তিন হাজার, ম্যাককে চার হাজার, লুমিনাসকে পাঁচ হাজার এবং পাসওয়ার্ডের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মবিডিকের চারজনকে এক মাসের ও একজনকে ১৫ দিনের এবং ম্যাবসের তিনজনকে এক মাসের কারাদ- দেওয়া হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষার সাত দিন আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। এই নির্দেশ অমান্যের জন্য এর আগে বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৬:০৪ ● ৫৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ