ইজতেমার কারণে পেছালো এসএসসির ৩ পরীক্ষা

প্রথম পাতা » জাতীয় » ইজতেমার কারণে পেছালো এসএসসির ৩ পরীক্ষা
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৯


ইজতেমার কারণে পেছালো এসএসসির ৩ পরীক্ষা

ঢাকা সাগরকন্যা অফিস॥

টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে গেছে।
রোববার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন তিনটি পিছিয়েছে। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ থেকে ১০ মার্চের মধ্যে। চলতি বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগতীরে আগামি ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ০:৩৭:০০ ● ৫৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ