মা ইলিশ সংরক্ষণ অভিযান-দশমিনায় টাস্কফোর্সের প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » পটুয়াখালী » মা ইলিশ সংরক্ষণ অভিযান-দশমিনায় টাস্কফোর্সের প্রস্তুতিমূলক সভা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২০


দশমিনায় টাস্কফোর্সের প্রস্তুতিমূলক সভা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদীর মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগ সভাপতি আঃ আজিজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঃ কাউয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার, থানা ওসি জসীম, নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা জাফর হোসেন,  উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুর নাহার খান ডলি, উপজেলা মৎস্য সমিতির সভাপতি আবুল কালাম ডাকুয়া ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন প্রমূখ।  এদিকে সভা শেষে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৪ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ