নাজিরপুরে বিদ্যুতের কাজে বাধা, একব্যক্তিকে সাজা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বিদ্যুতের কাজে বাধা, একব্যক্তিকে সাজা
শনিবার ● ৩ অক্টোবর ২০২০


নাজিরপুরে বিদ্যুতের কাজে বাধা, একব্যক্তিকে সাজা

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজে বাধা দেয়ার অভিযোগে বিবেকানন্দ রায় (৪৫) নামের এক জনকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের ভ্রাম্যমান আদালত ওই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বিবেকানন্দ রায় উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মুকুন্দ বিহারী রায়ের পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান,  ওই গ্রামে   পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ চলছিলো।  বিগত কয়েকদিন ধরে ওই বিকানন্দ সেখানে চলা কাজে বাঁধা প্রদান করে। স্থাণীয়দের ও পল্লী বিদ্যুতের দেয়া অভিযোগের ভিত্তিতে   শনিবার (৩ অক্টোবর) দুপুরে  সেখানে যাই। এ সময়  ঘটনা স্থলে অভিযুক্তকে পাওয়া  সহ অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৩৪ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ