গলাচিপায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারধরে আহত-১

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারধরে আহত-১
শুক্রবার ● ২ অক্টোবর ২০২০


গলাচিপায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারধরে আহত-১

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রফিকুল ইসলাম (২০) আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত রফিকুল ইসলাম উপজেলার পানপট্টি ইউনিয়নের রতেœশ^র গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে।
আব্দুল রাজ্জাক হাওলাদার জানান, বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছেলেকে আমাদের একই এলাকার মো. রাকিব, মো. সাইদুলসহ আরও অনেকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরতর আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে আমার ছেলেকে গলাচিপা হাসাপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিসাধীনে রফিকুল ইসলাম হাসতালের ৩য় তলায় ৭নং বেডে ভর্তি আছে। রফিকুল ইসলাম অভিযোগ করে সাগরকন্যাকে বলেন, রাকিবের ছাগলে আমাদের চারা গাছ খেয়ে ফেললে আমরা ছাগলটিকে বেধে রাখলে আমার উপর চড়াও হয়ে কয়েকজন মিলে আমাকে মারধর করেছে এবং আমাদের ঘর ভাংচুর করেছে। অভিযুক্ত মো. রাকিব জানান, আমাকেও প্রতিপক্ষরা মারধর করেছে। আমিও হাসপাতালে ভর্তি আছি। পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম মিয়া বলেন, ঘটনাটি শুনেছি দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন পক্ষের থেকে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০২:৩০ ● ৩০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ