গলাচিপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


গলাচিপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নদী ও গুয়াবাড়িয়া চৌরাস্তা তুলসীর খাল, লামনার খাল, বকুলবাড়িয়া খাল, দোয়ারী পটুয়াখালীর খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন গলাচিপা-দশমিনার নির্বাচিত সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. কাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আ’লীগএর সহ-সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা, ত্যাগী নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর খান, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গলাচিপা উপজেলায় মোট ৪টি খালে ও নদীতে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৬শত ৬৮ কেজি বিভিন্ন জাতের রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৪ ● ২৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ