পটুয়াখালীতে তিন দোকানীকে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে তিন দোকানীকে জরিমানা
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে তিন দোকানীকে জরিমানা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৮ পরিচালিত ভ্রাম্যমান আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সাথে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে বারটায় পটুয়াখালী সদর থানার হেতালিয়া বাঁধঘাট এবং ফতুল্লা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে হেতালিয়া বাঁধঘাট এলাকার নাসির উদ্দিন গাজীেেক ১০হাজার, একই এলাকার সুলতান মৃধাকে ৬হাজাার টাকা এবং ফতুুুল্লার ইন্দ্রজিৎকে চার হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৩ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ