গোপালগঞ্জে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন’র কর্মশালা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন’র কর্মশালা
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


গোপালগঞ্জে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন’র কর্মশালা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥


গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘‘এ’’প্লাস ক্যাম্পেইন’ ২০২০ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায়া সিভিল সার্জন অফিসে সম্লেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ। এবছর জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২ লাখ ৩৪হাজার ৩জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১লাখ ৪৭ হাজার ৫৩৭ জন শিশুকে  অর্থাৎ মোট ১লাখ ৪৭হাজার ৫৩৭ জন শিশুকে ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে।
এর মধ্যে সদরে উপজেলায় ৩৮ হাজার ৯৪৫ জন, কাশিয়ানী ৩৪ হাজার ৮৫০ জন, কোটালীপাড়া ২৯ হাজার ৯৩৩ জন, মুকসুদপুর ৪৬ হাজার ০৫২ জন, টুঙ্গিপাড়া ১৩ হাজার ৬৯৮ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৪৬২ জন শিশুকে ভিটামিন ‘‘এ’’ প্লাাস ক্যাপসুল খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ১ হাজার ৬৯৮টি অস্থায়ী কেন্দ্র ও ৬টি ভ্রাম্যমান কেন্দ্রসহ মোট ১হাজার ৭১১টি কেন্দ্র এসব ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালা সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৯:২৩ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ