চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০


চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার কালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র দাসের বিরুদ্ধে সরকারি বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক রবিবার বিকালে নিজে বাসা বাড়ীতে ফানিচার করার জন্যে প্রায় ২০হাজার টাকা মূল্যের দু‘টি আকাশ মনি গাছ কাটে। স্কুলের পাশবর্তী স্থানীয় লোকজনের বাঁধার মুখে গাছ গুলো প্রধান শিক্ষক আর নিতে পারেনি। বিদ্যালয়ের আঙ্গিনায় পড়ে রয়েছে। সরকারি নিয়ম রয়েছে স্কুলের সরকারি গাছ কাটতে হলে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা শিক্ষা কমিটির সিন্ধান্ত মোতাবেক লিখিত ভাবে অনুমতি সাপক্ষে গাছ কাটবে। প্রধান শিক্ষক নিজে খামখেয়ালী ভাবে গাছ কাটায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
অনিল চন্দ্র দাস বলেন, আমি দু‘টি গাছ শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে কেটেছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা-দুলার সমস্যা হয় তাই গাছ গুলো কাটা হয়েছে ।
চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানিনা। বিষয় আমি খতিয়ে দেখব।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৬ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ