গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০


গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজ¦ী মুজিবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলীসহ ১টি পৌরসভা ও ১২ টিইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক ভাবে দিবসটি উদযাপন করা হয়। মহামারী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসটির এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য-‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও সেøাগান‘ সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নির্ধারণ করা হয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:০৪ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ