‘নারী সহিংসতা রোধে-কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ‘নারী সহিংসতা রোধে-কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০


কাউখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা, ধর্ষণ বন্ধ করো’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারের এক ছাত্রীকে হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে  মহিলা পরিষদের কার্যালয়ের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখা ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহিদা হক,শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, জাহানুর বেগম. সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, আন্দোলন সম্পাদক মাহাফুজা খাতুন মিলি, ঝুমুর ঘোষ প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসহা হয়েছে। পথে ঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা। একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানা নেত্রীরা।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:০৩ ● ৪৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ