কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষার দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ইলিশসহ স্বাদু পানির মাছের অভায়াশ্রম আন্ধারমানিক নদীকে দখল, দূষণ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবসে এ কর্মসূচীর আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পানি যাদুঘর পরিচালনা কমিটি। বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠের এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়া শাখার আহ্বায়ক শাহদাৎ হোসেন বিশ্বাস, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পানি যাদুঘরের পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, ইলিশসহ স্বাদু পানির মাছের অভায়শ্রম আন্ধারমানিক নদীটির দুই তীরে অবৈধ স্থাপনা নির্মান করায় নদীর পরিবেশ আজ চরম হুমকির মুখে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৩ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ