কলাপাড়ায় ২০৩ গ্রাহক পেল নতুন বিদ্যুত সংযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ২০৩ গ্রাহক পেল নতুন বিদ্যুত সংযোগ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় ২০৩ গ্রাহক পেল নতুন বিদ্যুত সংযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার ডালবুগঞ্জ ও পেয়ারপুর গ্রামে নতুন বিুদ্যুত সংযোগ চালু করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আছর বাদ নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। তিনি ঢাকায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, পল্লী বিদ্যুত সমিতি কলাপাড়া জোণাল অফিসের ডিজিএম প্রকৌশলী শহিদুল ইসলাম এবং পল্লী বিদ্যুত সমিতির সভাপতি প্রভাষক ইউসুফ আলী বক্তব্য রাখেন। দু’টি গ্রামের ২০৩ গ্রাহক দেশ স্বাধীনের পরে এই প্রথম বিদ্যুতের সংযোগ পেল।
আরইবি সুত্রে জানা গেছে, দুই গ্রামে বিদ্যুতায়নের জন্য আট দশমিক ৭৬৫ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করা হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। প্রত্যেক গ্রাহকের জন্য ব্যয় হয়েছে ৫৪ হাজার ৪৪১ টাকা।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২২:৩৮ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ