আমতলীতে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সভা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সভা
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২০


আমতলীতে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা সভা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলীতে বে-সরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ফেন্ডশিপের উদ্যোগে কিং আব্দুল্লাহ বিল আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে ইসলামী পেভেলপমেন্ট ব্যাংক এবং কানাডিয় সাহায্য সংস্থা গ্র্যান্ড- চ্যালেঞ্জ কানাডার সহযোগীতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিপস ভয়েস অব আমতলী মিলনায়তনে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেন্ডশিপ সংস্থার জেষ্ঠ্য প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন, এনএনএস নির্বাহী পরিচালক এ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, এসএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাস সাধারণ সম্পাদক মোঃ নুহ আলম নবীন, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোঃ হোসাইন আলী কাজী, মনিরুজ্জামান সুমন,  আব্দুল্লাহ আল নোমান ও সিনিয়নর প্যারামেডিক নিপা বেগম প্রমুখ। সভায় বক্তারা উপকুলের অসচেতন প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন সুপারিশ করেন।
সংস্থার জেষ্ঠ্য প্রকল্প বিশেষজ্ঞ ডাঃ আবুল হোসেন জানান, করোনা কালে সংস্থার কর্মকর্তারা উপকুলীয় মানুষকে স্বাস্থ্য সেবা, পরিষ্কার পরিছন্ন, হ্যান্ডওয়াশ তৈরির কলাকৌশলের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন। আমতলী উপজেলার অন্তত ২০ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে তারা সহযোগীতা করেছেন। এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভুমিকার প্রশিক্ষণ দিচ্ছেন তারা বলে জানান সংস্থার বিশেষজ্ঞ আবুল হোসেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:৫৭ ● ৩৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ