ঢাকায় সরস্বতী পূজা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » ঢাকায় সরস্বতী পূজা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৯


ঢাকায় সরস্বতী পূজা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সাগরকন্যা প্রতিনিধি॥

ঢাকায় সরস্বতী পূজা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানী উচ্চবিদ্যালয় ও খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজাম-প পরিদর্শন করেন তিনি। আসাদুজ্জামান কামাল বলেন, সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের মানুষ সকল ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান আলাদা ধর্মীয় বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সকল উৎসব পালন করে থাকে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৩:২০ ● ৩৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ