কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২০


কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

কুয়াকাটা সাগরকন্যা প্রতিনিধি॥

 

কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক মাছধরা ট্রলার মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আল্লাহর দান নামের ওই আবাসিক হোটেলের ২০৪ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আঃ মানিক(৪৫) চট্টগ্রামের বাশখালী থানার মির্জাবাজার-সনুয়া এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেনের ছেলে। মহিপুর মৎস্য বন্দরে বিসমিল্লাহ মৎস্য আড়দের ঘাটে ‘এফবি আল্লাহ মালিক’ নামের তার মাছধরা ট্রলারটি রেখে ওই মৎস্য আড়দের শ্রমিক লিটনকে নিয়ে মানিক রবিবার রাত ৮টার দিকেওই হোটেলে ওঠেন। রাতে পাশের ২০৫ নং কক্ষেই ছিলেন লিটন। সোমবার সকাল থেকে মানিকের মোবাইল ফোনে ও দরজায় বারবার ধাক্কা দিয়েও কোন সাড়া না পাওয়ায় পুলিশকে জানানো হয়। পুলিশ সোমবার দুপুরে ভেতর থেকে বন্ধ থাকা ওই হোটেলের দরজা ভেঙ্গে প্রবেশ করে মানিকের মরদেহ দেখতে পায়। এসময় খাটের বাইরে ফ্লোওে চিত হয়ে শোয়ানো অবস্থায় মানিকের লাশ পড়ে থাকতে দেখেন। হোটেল বয় রাহাতের বরাদ দিয়ে আল্লাহর দান আবাসিক হোটেলের মালিক জসিম আকন সাগরকন্যাকে জানান, সর্বশেষ রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাইরে থেকে এসে মানিক কক্ষে প্রবেশ করে। নিহত মানিকের ছোট ভাই আঃ রহিম হোটেল কক্ষ থেকে লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন। লাশের সুরতহাল সম্পন্ন করার সময় মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান সাগরকন্যাকে বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মৃত দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। চলমান তদন্ত এবং ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুও কারণ জানা যাবে। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান ওসি। খবর পেয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫০ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ