ঈদের ছুটি ৩দিন, পূজোঁয় কেন নয়?-পিরোজপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ঈদের ছুটি ৩দিন, পূজোঁয় কেন নয়?-পিরোজপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২০


- ঈদের ছুটি ৩দিন, পূজোঁয় কেন নয় ?

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

‘ঈদের ছুটি ৩দিন হলে পুঁজোয় কেন নয়’ এই প্রশ্ন রেখে আসন্ন দূর্গা পুঁজায় ৩দিনের ছুটির দাবী জানিয়ে পিরোজপুরে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধাণমন্ত্রীর ঘোষণা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ বাংলাদেশ একটি অ-সাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু মুসলমান সবাই একত্রে বসবাস করে। তারা বলেন, হিন্দু ধর্মলম্বীদের  সব চেয়ে বড় উৎসব দূর্গা পুঁজা। সরকার প্রতি ঈদে ৩/৪ দিন ছুটি দেন, এতে করে ঢাকা-চট্টগ্রাম সহ দুর-দুরান্ত থেকে সবাই নিজ বাড়িতে এসে পরিবারের সাথে উৎসব পালন করতে পারে। কিন্তু পুঁজোয় মাত্র ১ দিনের সরকারী ছুটি থাকায় দুরের কেউ বাড়ি এসে উৎসব পালন করতে পারেনা।  তাই আসন্ন দূর্গা পুঁজায় এখন থেকে প্রতি বছর ৩ দিনের ছুটি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের প্রতি আবেদন জানান বক্তারা।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার আহবায়ক ডাঃ অরবিন্দু রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব সুনিল চক্রবর্তী, অসিম কুমার মজুমদার, দীপ শিখা দাস, মনিলাল দাস, শীব নারায়ন দত্ত, এড. মানস বৈরাগী, সূরঞ্জন চত্রবর্তী, কমল দাস, অভিজিৎ প্রমুখ ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১২:৫২ ● ৪৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ