চরফ্যাশনে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০


চরফ্যাশনে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলা চরফ্যাশন উপজেলার প্রধান আমদানি রপ্তানির বাজার চরফ্যশন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেসহ একটি দল অভিযান পরিচালনা করেছেন। এ অভিযানে বাজারের একাধিক ব্যবসায়ীকে বিভিন্ন কারণে অর্থদন্ডে দন্ডিত করেছেন।
বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল ১১টায় নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রুহুল আমিনের নেতৃত্বে চরফ্যাশন বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালিত হয়েছে এ অভিযানে লালমোহন থেকে আনা ক্রয় কৃত পেঁয়াজের মূল্যের তালিখা দেখাতে না পারায় মেসার্স ভাই ভাই কবির এন্ড ব্রাদার্সকে ৫হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়কে ৩হাজার, ওজন মাপার যন্ত্র ঠিক না থাকায় মেসার্স ইব্রাহিম এন্ড ব্রাদার্সকে ৪হাজার ও অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নজরুল ইসলামের ২হাজার, সেলিমকে ২ হাজার টাকা করে অর্থদন্ডে দ-িত করেছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মনিরসহ স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণায় সারা দেশের ন্যায় চরফ্যাশন বাজারেও  রাতারাতি পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে বিক্রি ও আরো বেশি দামে বিক্রির আশায়  ক্রেতার নিকট পেঁয়াজ বিক্রি না করার অভিযোগ পাওয়া যায়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:১৩ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ