কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
ডাক্তার গ্রুপ কর্তৃক দিন মজুরের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন কুয়াকাটা পৌর এলাকার বাসিন্দা হালিম বেপারী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে দিনমজুর হালিম বলেন, অভাব অনটনের কারনে কুয়াকাটার গুরুত্বপূর্ণ জমি হওয়া সত্ত্বেও জেএল ৩৪ নং লতাচাপলী মৌজার এসএ ১২৫৩ নং খতিয়ানের ৫২৪৮ নং দাগ থেকে তাদের ভোগদখলীয় ৩৩শতক জমি থেকে সাড়ে ১৬শতক জমি ডাঃ হনুফা বেগম, ডাঃ মিজানুর রহমান, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ ফাতেমা ইয়াসমিন, ডাঃ মোসাঃ ফেরদৌসী আকতার ও মোসাঃ সালমা বেগমের কাছে ২০১১সালে ৩৬৭৮ নং কবলা দলিল মূলে কম দামে বিক্রি করে। বিক্রিত জমি বুঝে নিয়ে সেখানে তারা অরোবা প্যালেস নামে একটি আবাসিক হোটেল নির্মাণ করে ভোগদখল ও ব্যবসা করে আসছে।
লিখিত বক্তব্যে হালিম বেপারী কলেন, ক্রয়কৃত জমির একটি অংশ পিছনের দিকে হওয়ায় ডাক্তারদের নজর পরে তাদের পারিবারিক অবশিষ্ট সাড়ে ১৬শতক জমির উপর। পিছনের জমির পরিবর্তে সামনের জমি দিতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় সন্ত্রাসী গ্রুপ নিয়ে দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র ও মহিপুর থানায় লিখিত অভিযোগ করলে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার হস্তক্ষেপে দখল করতে ব্যর্থ হয়। থানা পুলিশের কাছে সহায়তা চাইলে তারা উল্টো আমাকে ডাঃ গ্রুপের সাথে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য চাপ সৃষ্টি করে। অবশেষে এমন হয়রানী ও জোরপূর্বক দখল চেষ্টা রুখতে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ২০১৯ ইং সালে একটি মামলা দায়ের করেন তিনি। মামলার আসামীরা পেশায় ডাক্তার হওয়ার অযুহাতে বার বার সময় চেয়ে কালক্ষেপন করছে। আদালতে হাজির না হয়ে বিচার কার্যে দীর্ঘ সূত্রিতায় নিয়ে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরো জানান, বর্তমানে তাদের ভোগখলীয় জমির সামনের অংশ থেকে দুই শতক জমি দলিল করে দিতে চাপ সৃষ্টি করছে। আসামীরা প্রভাবশালী হওয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নানা ভাবে ক্ষতিসাধনসহ প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। দিনমজুর হালিম বেপারী আক্ষেপ করে সাংবাদিকদের বলেন, আমাদের জমি ক্রয় করে আমাদেরই উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে ডাক্তার গ্রুপ। এ অবস্থায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগি হালিম বেপারী ও তার পরিবার।
এ বিষয়ে কথা হয় ডাঃ হনুফা বেগমের সাথে। তিনি জোরপূর্বক দখল চেষ্টা ও জমির দলিল দিতে চাপ সৃষ্টি করার কথা অস্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। দলিলের চৌহদ্দী অনুযায়ী জমি বুজিয়ে দিতে বললে হালিম বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, হালিম অসহায় হওয়ায় তার নিজের জমির উন্নয়ন, মেয়ের বিয়েসহ বিভিন্ন সময়ে আমারা তাকে আর্থিক সহায়তা করেছি। হয়রানী করার প্রশ্নই আসে না।
এএইচএ/এমআর