বাবুগঞ্জে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০


বাবুগঞ্জে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বাবুগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে  রহমতপুর ব্রীজের ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা   করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূপুরে  শাহজাহান (৬৩) এর মাংসের দোকানে পশুর স্বাস্থ্য পরিক্ষা না করে জবাহ করে মাংস বিক্রি করায় ২৫ হাজার টাকা, এবং আবুল হোসেন (৫০) এর মাংসের দোকানে ফ্রিজে মাংস সংরক্ষন ও পশুর স্বাস্থ্য পরিক্ষা না করায় ২০  হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাধবপাশা বাজারে পিঁয়াজ এর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং ক্রেতাদের কাছে যাতে অতিরিক্ত মূল্যে পিঁয়াজসহ কোন পণ্য বিক্রয় না করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এ সময়ে ১টি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও ৩টি দোকানে ডিলিং লাইসেন্স ছাড়া  শিশুখাদ্য বিক্রয় করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৪ দোকানির নিকট হতে ২০০০ টাকা করে ৮০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে আইন শৃঙ্খলা দিয়ে সহায়তা করেন এয়ারপোর্ট থানার এস আই মোঃ আকতার হোসেন। ভ্রাম্যমান আদালতে জব্দকৃত ১৫ কেজি গরুর মাংস রহমতপুর জামিয়া কাছেমিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, এবং পশ্চিম রহমতপুর কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৫ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ