তালতলীর কড়াইবাড়িয়া ইউপি’র উপ-নির্বাচন ২০অক্টোবর

প্রথম পাতা » বরগুনা » তালতলীর কড়াইবাড়িয়া ইউপি’র উপ-নির্বাচন ২০অক্টোবর
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০


তালতলীর কড়াইবাড়িয়া ইউপি’র উপ-নির্বাচন ২০অক্টোবর

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের এক আদেশে এ উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।
জানাগেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন বিগত ১৬জুলাই  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের মারা যান। তার মৃত্যুকে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ওই ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর ও ভোট গ্রহন ২০ অক্টোবর।
তালতলী উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও রিটানিং কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, কড়াইবাড়িয়া ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আসামী ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:২৫ ● ৩৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ