কুয়াকাটায় পানিও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় পানিও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০


কুয়াকাটায় পানিও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনায় বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে কুয়াকাটায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আবাসিক হোটেল গ্রেভার ইন’র হল রুমে দাতা সংস্থা আর্šÍজাতিক পানি ব্যবস্থপনার সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস’র হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স সেক্টর প্রধান মো.সোহরাব আলী খান।

অনুষ্ঠানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশনবিষয়ক ব্যবস্থাপনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, টিএমএসএস’র কনসালটেন্ট আবু নোমান মোহাম্মাদ বজলুর রহমান, হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স আপারেশন-৮ ডোমেইন প্রধান কুমার মনিশংকর, প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ক্রেডিট) মো.আবু খায়ের মিয়া প্রমুখ। কর্মশালার সঞ্চালনা করেন মাষ্টার ট্রেইনার মো.মতিয়ার রহমান। এ প্রশিক্ষণ কর্মশালায় টিএমএসএস’র বরিশাল বিভাগের ৩৪ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, এসডিজি-৬ অর্জনের পাশাপাশি কর্মশালায় অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনায় সক্ষমতা  বাড়বে।

কেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৯ ● ৩৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ