না:গঞ্জে এসি বিস্ফোরণে নিহত- গলাচিপায় রাশাদ’র দাফন সম্পন্ন

প্রথম পাতা » পটুয়াখালী » না:গঞ্জে এসি বিস্ফোরণে নিহত- গলাচিপায় রাশাদ’র দাফন সম্পন্ন
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২০


গলাচিপায় রাশাদ’র দাফন সম্পন্ন

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

নারায়নগঞ্জের তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নিহত পোষাক শ্রমিক মো. রাশাদ হাং(৩০)নিজ উপজেলা গলাচিপার পানপট্টি গ্রামের বাড়ির পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।
ঢাকা থেকে রবিবার ভোর চারটায় পানপট্টি এলাকায় নিজবাড়ীতে নিয়ে আসা হয়। লাশ পৌছার সাথে সাথে কান্নার রোল পড়ে যায় বাড়িতে। রবিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও জয়মানিক গ্রামের আ. খালেক হাওলাদারের চারপুত্রের মধ্যে ছোট ছেলে রাশাদ। তার স্ত্রী নাহিদা বেগম। বর্তমানে রাশাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। জীবিকার তাগিদে বিগত ৮বছর ধওে নারায়নগঞ্জ বসবাস করে আসছে। বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় নারায়নগঞ্জ তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক মুসল্লিরা পুড়ে হতাহত হয়। এর মধ্যে রাশাদ ও মৃত্যুবরণ করেছেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪১ ● ৩১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ