বামনার বিশখালী নদীতে সার বোঝাই কার্গো ডুবি

প্রথম পাতা » বরগুনা » বামনার বিশখালী নদীতে সার বোঝাই কার্গো ডুবি
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০


বামনার বিশখালী নদীতে সার বোঝাই কার্গো ডুবি

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাটে বরিশাল থেকে বরগুনার উদ্যেশ্যে আসা ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি কার্গো রবিবার (৬ সেপ্টেম্বর) বিশখালী নদেিত ডুবে গিয়েছে।
কার্গোর চালক হিরন মিয়া জানান, বরিশাল থেকে স্রা বোঝাই করে শনিবার দিবাগত ভোর রাতে রামনা এলাকায় এসে পৌছান, নদীতে গোনের অপেক্ষায় রামনা লঞ্চঘাট পল্টনে কার্গো নোংড় করি। জোয়ারের অপেক্ষায় এক সময় কার্গোর মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পরলে ভাটায় কার্গোর পিছনের অংশ তলিয়ে গিয়ে কার্গো ¯্রোতের টানে নদীর গর্ভে ডুবে যায়। কার্গোতে ২৬৪০ বস্তা সার ছিল। এর মধ্য থেকে তলিয়ে যাওয়ার সময়টুকুতে ৭০ বস্তা সার তুলতে পেরেছি।
বরগুনার জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন জানান, বরগুনা সদরের ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্সের ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গো নদীতে ডুবে গিয়েছে। প্রায় ২২ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতির সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১০:০০ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ