গোপালগঞ্জে ৬তলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু!

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ৬তলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু!
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০


গোপালগঞ্জে  ৬তলা ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে গিয়ে সুষ্মিতা মজুমদার ইভা নামে (২৫) এক মেডিকেল টেকনোলজিস্টের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হজরত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দূর্ঘটনা। অসাবধানতা বশতঃ নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে গিয়ে সুষমিতা মজুমদার ইভার মৃত্যু হয়েছে  বলে তিনি প্রথমিকভাবে ধারণা করছেন।
অপরদিকে, ইভার স্বজনদের দাবী, এটি নিছক কোন দূর্ঘটনাজনিত কারণে ঘটেছে কিনা এনিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কেউ হয়তো ইভাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে তাদের সন্দেহের কথা জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন তারা। সুষ্টু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তারা মনে করছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক অসীত কুমার মল্লিক বলেন, শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য বায়ো টেক নামে পিসিআর মেশিন সরবরাহকারি একটি প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী ওই ছয় তলা ভবনে পিসিআর মেশিন প্রতিস্থাপনের কাজ করছিলেন। প্রকৌশলীর আহবানে ইভাসহ সদ্য ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা প্যাথলজি বিভাগের ছয় সদস্যের একটি টীম অনারারী প্যাথলজিষ্ট হিসেবে পিসিআর মেশিনের কাজ পরিদর্শনে যান। নির্মানাধীন ভবনটিতে গ্রীল লাগানোর জন্য দেওয়ালের কাজ অসম্পন্ন ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় ছয় তলা ভবন থেকে ইভা পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মেডিকেল টেকনোলজিষ্ট সুষ্মিতা মজুমদার ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডে জগদীশ মজুমদারের মেয়ে। সে এবছর শেখ সাযেরা খাতুন মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন প্যাথলজি কোর্স সম্পন্ন করে মেডিকেল কলেঝে অনারারি সার্ভিস করছিলেন।
খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫১ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ