কলাপাড়ায় লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০


কলাপাড়ায় লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়া-ঢাকা নৌ-রুটে নিয়মিত ডাবল ডেকার লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েকশ মানুষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া লঞ্চঘাটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, ব্যবসায়ী জাকির হোসেন ও যুবলীগ নেতা শেখ হাসনাত নিকেল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় একযুগ পর ঢাকা-পায়রা বন্দর-খেপুপাড়া রুটে লঞ্চ শুরু হয়। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন যাবৎ অদৃশ্য শক্তির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ন এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পায়রা তাপ বিদ্যুৎ ও পায়রা সমুদ্র বন্দরে আসা হাজারো শ্রমিক এবং কুয়াকাটায় আসা পর্যটকসহ উপজেলার ১২টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ। অবিলম্বে তারা এ রুটে লঞ্চ চালুর দাবি জানান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০২:৫২ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ