নেছারাবাদে সন্ধ্যানদীর ভাঙ্গনরোধে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সন্ধ্যানদীর ভাঙ্গনরোধে মানববন্ধন
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০


নেছারাবাদে সন্ধ্যানদীর ভাঙ্গনরোধে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের সন্ধ্যানদীর পশ্চিমপাড়ের  উত্তর কৌরিখাড়া গ্রামের বসত বাড়ি রক্ষার্থে [নদী ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
কনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর কৌরিখাড়া প্লাসঘাট ৬নং ওয়ার্ডের অবহেলিত জনগনের আয়োজন এলাকায় ভাঙ্গন কবলিত সন্ধ্যানদীর পাড়ে এ মানববন্ধনর করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন, মহিলারাসহ নানা শ্রেণি পেশার  মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আসাদুজ্জামান, ইউপি সদস্য অরুন কুমার বসু, সমাজ সেবী হাসান সিকদার, মৎস্যজীবি সমিতির সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. ফজলুল হক প্রমুখ। বক্তারা সন্ধ্যানদীর পশ্চিমপাড় উত্তর কৌরিখাড়া গ্রাম রক্ষার্থে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহনে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ধ্যানদীর অব্যাহত ভাঙ্গনে ইতিমধ্যে ওই  গ্রামের সিংহ ভাগ এলাকার শত শত পরিবার গৃহহীন এবং বিস্তীর্ন জনপদসহ হাজার হাজার একর ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী নিজস্ব উদ্যোগে পায়লিং দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর ও উপজেলা পর্যায়ের একমাত্র বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হুমকির সম্মুখীন।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪৬ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ