মধুমতি নদীতে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রথম পাতা » ঢাকা » মধুমতি নদীতে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার
সোমবার ● ৩১ আগস্ট ২০২০


---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ফেরিঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ানের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মইষাঘাটা এলাকায় রোববার সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সঙ্গে পানিতে পড়ে নিখোঁজ ছয় মাসের শিশুপুত্র আনাসের খোঁজ মেলেনি।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, মুসার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পুলিশ সদস্য মুসার লাশ তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
ওসি মো. আজিজুর রহমান জানান, মুসা তার পরিবারের সদস্যদের নিয়ে কালন ফেরি ঘাট এলাকায় শুক্রবার বিকেলে ট্রলার ভাড়া করে নদীতে ঘুরতে বের হন। ট্রলারে স্ত্রী, পুত্র ও আত্মীয়-স্বজনসহ ৮ জন ছিলেন। কালনা ঘাটের দিকে ফিরে আসার সময় নির্মাণাধীন সেতু এলাকায় ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নদীতে প্রচন্ড ¯্রােত ছিল। ¯্রােতের তোরে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগলে কোলে থাকা আনাসসহ মুসা ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
নড়াইলের লোহাগড়া ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মাসুদ রানা জানান, তাদের উদ্ধার করতে নৌবাহিনীর খুলনা অঞ্চলের ৭ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রচন্ড ¯্রােতের কারণে শনিবার সকাল ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে নৌবাহিনীর দলটি খুলনা ফিরে যায়। বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। পরে শনিবার সন্ধ্যা ৬ টায় ফায়ার সার্ভিসের ওই ডুবুরি দলও উদ্ধার অভিযান স্থগিত করে বরিশাল ফিরে যায়। ঘটনার ৩৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ২ কিঃমিঃ দূরে মধুমতি নদীর মইষাঘাটায় পুলিশ সদস্যের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৬ ● ৯০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ