মার্বেল খেলার দ্বন্দ-তজুমদ্দিনে মারধরে প্রতিপক্ষের শিশু নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মার্বেল খেলার দ্বন্দ-তজুমদ্দিনে মারধরে প্রতিপক্ষের শিশু নিহত
রবিবার ● ৩০ আগস্ট ২০২০


তজুমদ্দিনে মারধরে প্রতিপক্ষের শিশু নিহত

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শিশুদের মারবেল খেলার সময় মারামারিকে কেন্দ্র করে এক শিশুর অভিভাবকের আঘাতে অপর এক শিশু নিহত হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মামলা প্রক্রিয়াধীন আছে।
থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, শুক্রবার বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে মোঃ শান্ত (১২)র সাথে একই বাড়ীর শফিউল্যাহ’র ছেলে জিহাদের (১০) মারবেল খেলা নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিহাদের অভিভাবক শফিউল্যাহ এলোপাতারি মারপিট করে কবরস্থানে দেয়ালের সাথে শিশু শান্তর মাথা ঠোঁকায়। এতে শান্ত অজ্ঞান হয়ে যায়। হৈচৈ শুনে শান্ত র পঙ্গু পিতা সিরাজ, মাতা রাবিয়া এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে। পরে  শিশু শান্তকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে আনেন।
হাসপাতালের ডাক্তার নাসরিন ফাতেমা জানান, শিশুটি বমি করছিল,  অবস্থা আশংকা জনক হওয়ায় ভোলা রেফার করা হয়েছে। ভোলা থেকে রেফার করলে শনিবার ঢাকা নেয়ার পথে ক্রিস্টাল লঞ্চে শান্ত মারা যায়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান,  লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০১ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ