হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একমাত্র পুত্র রাশেদ সোহরাওয়ার্দী আর নেই

প্রথম পাতা » জাতীয় » হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একমাত্র পুত্র রাশেদ সোহরাওয়ার্দী আর নেই
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
সাবেক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ও নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একমাত্র পুত্র রাশেদ সোহরাওয়ার্দী বৃহস্পতিবার লন্ডনের বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়েছে, লন্ডনের বাসভবনে রাশেদ সোহরাওয়ার্দীর মরদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ এখনো পুলিশ জানাতে পারেনি। তার কন্যা এবং পরিবারের সদস্যরা মৃত্যু সংবাদটি জানায়। রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষের অধীনে বর্তমানে তার মরদেহ হীমঘরে রাখা হয়েছে। রাশেদ রহমানের বাবা মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ১৯৫৭ সালের ১৭ অক্টোবর পদত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একমাত্র ছেলে রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্পিকারের শোক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছেলে রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার এক শোবার্তায় স্পিকার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০৫ ● ৬০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ