মঠবাড়িয়ায় কব্জি কর্তণের বিচার দাবী

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় কব্জি কর্তণের বিচার দাবী
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২০


মঠবাড়িয়ায় কব্জি কর্তণের বিচার দাবী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শীলের হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় প্রকৃত অপরাধিদের দৃষ্টান্তমূলক বিচার ও রাজনৈতিক ইস্যু সাজিয়ে মিথ্যা আসামী প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেল করেছে উপজেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে শহরের কাপুড়িয়া পট্টি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহেমদ ফেরদৌস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ নেতা শুভর ওপর হামলার ঘটনা কোন রাজনৈতিক বিষয় নয়। প্রতিপক্ষদের সাথে মোবাইল ফোন ও পূর্ব বিরোধে এ নৃশংসতার অনাকাঙ্খিত ঘটনা ঘটে। একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার জন্য উপজেলা আওয়ামীলীকে নতুন করে বিতর্কীত করার পায়তারা চালাচ্ছে। এছাড়া শুভ’র ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মিছিল থেকে কতিপয় উচ্ছৃঙ্খল তরুন তার বাস ভবনে ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভার সরকারী গাড়ী ভাংচুর করে। শুভ শীলের হাত বিচ্ছিনের ঘটনায় তার পরিবারের কেউ বাদী না হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে এজাহার নামীয় ১৮জনসহ আরও ২০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এসময় তিনি বলেন, ঘটনায় জড়িতদের বাইরেও রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে হয়রানী মূলক আসামী করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রকৃত অপরাধিদের আইনের আওতায় ও নিরাপরাধিদের উদ্দেশ্য মূলক হয়রানি বন্ধের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, রফিকুল ইসলাম রিপন, হারুন অর রশিদ ও আ’লী নেতা হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:২৬ ● ২৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ