গলাচিপায় প্রতিপক্ষের হাতে যুবক আহত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রতিপক্ষের হাতে যুবক আহত
শনিবার ● ২২ আগস্ট ২০২০


গলাচিপায় প্রতিপক্ষের হাতে যুবক আহত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বাবুল খাঁ (৩৫) নামে এক যুবককে  আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার চরবিশ^াস ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর বাংলা গ্রামের মোঃ সেরাজ খাঁর ছেলে বাবুল খা (৩৫) জমি চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন এলাপাথারী মারধর করে।
আহত বাবুল খাঁ জানান, শনিবার সকাল ৮টার দিকে নিজ জমিতে চাষ করতে গেলে একই গ্রামের সাহাবুদ্ধিন তালুকদার, শফি হাং, ফারুক খলিফাসহ আরও নাম না জানা ৪/৫ জন লোক একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে হাতে থাকা লাঠি দিয়ে আমাকে এলোপাথারিভাবে মারতে থাকে। আমার ডাকচিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ ইমাম সিকদার বলেন , আমার চিকিৎসাধীনে বাবুল খাঁ ২য় তলায় ৮নং বেডে ভর্তি আছে। শরীরের বিভিন্ন অংশে গুরুতর নীলাফুলা জখমের চিহ্ন আছে। এ বিষয় নিয়ে বাবুল খাঁর বাবা সেরাজ খাঁ বলেন, আমার ছেলেকে অন্যায় ভাবে মেরেছে।  আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।
এ বিষয়ে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ সোহরাব আকন বলেন, সাহাবুদ্ধিন তালুকদার সহ সকলের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। গায়ের জোরে সাহাবুদ্দিন তালুকদার ফেডারেশনের নাম করে চর অঞ্চলের জমি ভোগ করতে চায়। আসলেই বাবুলকে অমানবিকভাবে মারা হয়েছে। সাহাবুদ্ধিন তালুকদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয় নিয়ে ইউপি সদস্য মোঃ হাসান সরদার ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি বলেন, ঘটনাটি শুনেছি । ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়ে দুই পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করব।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, বিষয়টি শুনেছি  আজ যাওয়ার কথা ছিল। বৃষ্টির কারনে যেতে পারিনি। পরবর্তীতে ঘটনাস্থল গিয়ে বিষয়টি পর্যবেক্ষন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:০০ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ