কলাপাড়ায় ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

জাহিদ রিপন, সাগরকন্যা রিপোর্ট॥
পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে বালু বোঝাই বলগেটের ধাক্কায় ৭ শ্রমিক নিয়ে ইট বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে দেবপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে। এসময় নদীতে মাছ ধরা জেলেরা ৫ শ্রমিককে উদ্ধার করলেও সাইফুল ও নুর ইসলাম নামে দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানায়, বালু বোঝাই বলগেট ইট বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে ৭ জনসহ ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা হল মাসুম, তোফাজ্জেল, রাসেল, মানিক ও নাসির। এদের মধ্যে আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদারের নেতৃত্বে পরিচালিত উদ্বার অভিযানে সকাল সাড়ে নয়টায় নদীতে নিমজ্জিত ট্রলারটি সন্ধান পাওয়া গেছে। ইট পড়ে ট্রলারের স্টাফ রুমের দরজা আটকে থাকায় উদ্বার কাজে দেরী হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:০১ ● ৬৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ