তজুমদ্দিনের নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনের নিম্নাঞ্চল প্লাবিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০


তজুমদ্দিনের নিম্নাঞ্চল  প্লাবিততজুমদ্দিনের নিম্নাঞ্চল  প্লাবিত


তজুমদ্দিন (ভালা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে সাগরের লঘুচাপ ও অমাবস্যার জো-তে জোয়ারের প্রভাবে  চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  এতে বেড়ীবাঁধ, কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছসহ বিভিন্ন প্রকল্প  ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরের জোয়ারে  উপজেলার স্লুুইস গেট, গুরিন্দা ও মহেশখালী এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উপজেলার জন বসতিপূর্ণ চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন সহ বিভিন্ন চরাঞ্চল ডুবে যায়। এতে কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছ, রাস্তাঘাট ও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাটিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

চর মোজাম্মেলের বাসিন্দা ওজিউল্লাহ মাঝে জানান, জোয়ারের প্রভাবে দুলাল বাজার, মুক্তিযোদ্ধা বাজারসহ পুরো চর ডুবে যায়। মাছ গবাদিপশু সহ সরকারি বিভিন্ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়।

চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, শশীগঞ্জ স্লুইসগেট, গুরিন্দা, মহেশখালীসহ কয়েকটি স্পটে বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় জোয়ারের পানিতে জনপদ প্লাবিত হওয়ার আশংকা  দেখা দিয়েছে। এছাড়া অতি বৃষ্টির কারনে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃস্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান জানান, জোয়ারের পানি অধিক বৃদ্ধি পাওয়ায় তজুমদ্দিনের অনেক পরিবার পানি বন্দী হয়ে পরেছে, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও তালিকা তৈরীর কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, জন বসতিপূর্ণ চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে এসব এলাকার সরকারী প্রকল্প ও সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দের সহযোগীতার ব্যবস্থা নেয়া হবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২  উপ সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, তজুমদ্দিনে বেড়ীবাঁধে ব্লক ও জিও ব্যাগ কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫২:১৯ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ