বামনার বিষখালী তীরবতী এলাকা প্লাবিত

প্রথম পাতা » বরগুনা » বামনার বিষখালী তীরবতী এলাকা প্লাবিত
শুক্রবার ● ২১ আগস্ট ২০২০


বামনার বিষখালী তীরবতী এলাকা প্লাবিত


বামনা( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

বরগুনার বামনায় বিষখালীনদীর জোয়ারের পানিতে উপজেলার,বামনা লঞ্চঘাট,রামনা, চলাভাংগা, কলাগাছিয়্পাুরাণ বামনা,চেচাং  সহ নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট)  সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কিছুদিন যাবৎ অত্যাধিক বৃষ্টিপাতের কারণে নদীর পানির পরিমাণ এবং উচ্চতা বৃদ্ধি পাওয়ায়, স্থলভাগ অর্থাৎ মূল সড়কের কিছু অংশ বিষখালি নদীর উত্তাল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই জোয়ারের সময় নদীর পাড় এবং আশেপাশের স্থলভাগ প্লাবিত হওয়ার এমন চিত্র চোখে পড়ে, যা আজও জোয়ারের সময় ছিল একই রকম।

ভাটার সময় পুনরায় নদীর পানি নিচে নেমে গেলেও জোয়ারের সময় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত নদীর, এই অস্বাভাবিক জোয়ারে ফলে ফসল নষ্ট হচ্ছে। জন-জীবনে বিপযয় দেখা দিয়েছে।, মাছ চাষীরা হুমকীর মুখে আছে। সড়ক, জলোচ্ছাস রক্ষার বাধগুলোর ব্যাপক ক্ষতি সহ  বন্যার আশঙ্কা দেখাদিয়েছে।

বামনা লঞ্চঘাটের পাশে অবস্থিত

বামনা খেয়াঘাটও আজ জোয়ারের পানিতে ছিলো নিমজ্জিত। এবং  পুরাতন বামনা যাবার রাস্তা ও রামনা খেয়াঘাটের বাধের রাস্তা ছিলো নদীর  পানি ছুই ছুই অবস্থায়। এরই সাথে বামনা উপজেলার চারটি ইউনিয়নের তীরবতী এলাকা সহ অনেক গ্রামের পাশ ও মধ্য দিয়ে  প্রবাহমান খালের পানিতে আশে পাশে অবস্থিত স্কুল, বাজার, বসত বাড়ির আঙিনা প্লাবিত হবার খবর পাওয়া গেছে।

এালাকা বাসীর দাবী ব্যাপক ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হোক। পদক্ষেপের মধ্যে বেষ্টিত নদী সংলগ্ন রাস্তা, বন্যা-জলোচ্ছাস রক্ষার  দুর্বল বাধগুলো মেরামত ও উচ্চতা বৃদ্ধি করা।

 


এইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৬ ● ৪৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ