বাউফলে ডুবো চরে লঞ্চ আটকে সাধারন যাত্রীদের দূর্ভোগ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ডুবো চরে লঞ্চ আটকে সাধারন যাত্রীদের দূর্ভোগ
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২০


বাউফলে ডুবো চরে লঞ্চ আটকে সাধারন যাত্রীদের দূর্ভোগ

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী পারাবত-১৪ লঞ্চটি ডুবো চরে আটকে চরম দূর্ভোগের শিকার হয়েছেন সাধারন যাত্রীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যায় লঞ্চটি। ওই দিন সন্ধ্যায় তেঁতুলিয়া নদীর তালতলি পয়েন্টে ডুবো চরে আটকে যায় লঞ্চটি। অতিরিক্ত জোয়ারের পানির কারণে দিক নির্ণয় করতে না পারার কারণে লঞ্চটি ডুবো চরে আটকে যায় বলে জানায় সাধারন যাত্রীরা। এতে ব্যাপক দূর্ভোগের শিকার হয় সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে লঞ্চটি ডুবো চর থেকে নামাতে সক্ষম হয় চালক। লঞ্চটিতে আনুমানিক ২হাজার যাত্রী ছিলো বলে জানিয়েছে যাত্রীরা।
পারাবত-১৪ লঞ্চের সুপারভাইজার সোয়েব মামুন বলেন, রাতে কিছু যাত্রীদেরকে সুন্দরবন-৬ লঞ্চে তুলে দেয়া হয়। বাকি যাত্রীদের মধ্যে অনেককে রাতেই লঞ্চ থেকে নামানো হয়েছে। বাকী যাত্রীদের সকালে লঞ্চ থেকে নামানো হয়েছে।


এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৫ ● ৬৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ