কলাপাড়ায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের সহায়তা অবহিতকরণ সভা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের সহায়তা অবহিতকরণ সভা
বুধবার ● ১৯ আগস্ট ২০২০


কলাপাড়ায় অবহিতকরণ সভা

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


কলাপাড়ায় ‘ঘূর্ণিঝড় আম্ফানে’ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেয়ার জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ সভার আয়োজন করে। বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন, ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জমান খাঁন।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন সংবাদকর্মী মেজবাহ উদ্দিন মাননু, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম সিকদার। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন এনএসএসের কর্মসূচি পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।

নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন বলেন, কলাপাড়া উপজেলায় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার গৃহ সংস্কার করার জন্য সহায়তা পাবে। এ ছাড়া খাদ্য সহায়তা ও হাইজিন কিট পাবে ৩ হাজার ৪০০ পরিবার। এর বাইরে এনএসএসের উদ্যোগে উপজেলার লালুয়া ইউনিয়নে অক্সফামের সহায়তায় অপর একটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৬৫ জনকে আর্থিক সহায়তা দেয়া হবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৫ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ