চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন নীলকমল ৩নং ওয়ার্ডের আসহায় আব্দুল আলীর পরিবারের ভয় ভীতি আর নারী কেলেঙ্কারির নাটকীয়তার মামলায় রোষানলে দুর্বিসহ জীবন ও নির্ঘুম রাত যাপনের খবর পাওয়া গেছে।
জানা গেছে, পারিবারিক জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ নানা ভয়ভীতি এবং নারী কেলেঙ্কারির মতো ঘটনাকে ধামাচাপা দিতে তীর ছুড়ছেন নীলকমল ইউনিয়ন বাংলাবাজারের জেলে আব্দুল আলীর দারুল উলুম হামিউছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার তয় জামাতের ছাত্র মোঃ আল-আমিন(১০) এর দিকে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন তাদের ছেলে মোঃ আল-আমিন এখনো বিছনায় প্রসাব করে হাফিজিয়া মাদ্রাসায় ৩য় জামাতে পরার দরুন রাত দিন হুজুরের জিম্মায় থাকতে হয়। জুলাই মাসের ২৬ তারিখে সন্ধায় এলাকার কিছু কুচক্রী দৌড়ে বাড়িতে এসে অভিযোগ করেন, সুরমার সাথে অন্তরঙ্গ মূহুর্তে জনতার টের পেয়ে দৌড়ে বাড়িতে পালিয়েছে আল আমিন। তাৎক্ষণিক আমরা আলআমিনকে মাদ্রাসায় সৈয়দ মাষ্টারের ঘরে নিশ্চিত করি।
কিছুক্ষণের মধ্যে থানার পুলিশ ও স্থানীয় লোকজনের তদন্তে এবং প্রত্যক্ষদর্শীদের মাঝে কৌতুহলের সৃষ্টি করে।
এদিকে আবদুল আলীর মাঝির পরিবারে এখন আতংকে আর নির্ঘুমে রাত যাপন করেছেন কেন জানতে চাইলে দাবি করেন, ভোলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পিটিশন ৩৯৫ /২০২০ সুরমা বেগম (২২) পিং আঃ বারেক, চরনূরুল আমিন ৯নং ওয়ার্ড, থানা- দুলার হাট, চরফ্যাশন, ভোলা। অভিযোগ দায়ের করেন বিবাহ করার প্রলোভনে ১নং আসামী মোঃ নাঈম (২৫)পিতাঃ আঃ আলী, চরনুরুল আমিন ৯ নং ওয়ার্ড নীলকমল। বর্তমানে ৩মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। মেডিকেল হাসপাতালের ডাক্তার দ্বারা চিকিৎসা ও পরীক্ষার রিপোর্ট ।
জানা যায়, নীলকমল ইউনিয়ন পরিষদ নিবন্ধন বহি নং ০১১ নিবন্ধন তারিখ- ০১/০৪/০১৭ ইং যার ব্যক্তিগত পরিচিতি নং ২০১০০৯১২৫৭৬১০৪৩৯২ জন্ম তারিখ ১লা জানুয়ারী ২০১০ (০১/০১/২০২০) ইং বয়স দাড়ায় ১০ বছর ৭ মাস ১৮ দিন। অথচ মোঃ নাঈম ( আলআামিন)এর বয়স ২৫ উল্লেখ করে মামলা রুজু করা হয়।
ডাক নাম মোঃ নাঈম এর বাবা লিখিত অভিযোগ করেন আমার ছোট নাবালক ১০ বছর শিশুকে নিয়ে মিথ্যা সাজানো মামলায় হয়রানি পুর্বক সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি।
মো. নাঈম(আল-আমিন) বলেন সুরমা কে আমি চিনি না। আমার নামে অপবাদ কারীদের বিচার চাই। শিশু আল-আমিনের মা বলেন, মাদ্রাসায় বিছনায় প্রসাব করার কারনে বাড়িতে রাখা হয়। ন্যাক্কার জনক ঘটনায় বিচার দাবি করছি।
দুলার হাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো; ইকবাল হোসেন সাগরকন্যাকে জানান, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ৩য় শ্রেণির নাবালক মোঃ নাঈমের বিরুদ্ধে আনিত অভিযোগ আসলে ১০বছরের শিশুর সাথে ২৫ বছরের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের পর তিন মাসের অন্তঃসত্তার বিষয়টা হাস্যকর। আদালতে দায়েরকৃত মামলায় পুনরায় সঠিক তদন্তের আলোকে প্রকৃত আসামীকে চিহ্নিত করে রিপোর্ট প্রদান করা হবে।
এএইচ/এমআর