কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
সোমবার ● ১৭ আগস্ট ২০২০


কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

বিরামহীন বৃষ্টিতে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় জনপদের মানুষ বিপাকে পড়েছেন। বৃষ্টির পানির সঙ্গে সাগর নদীতে বইছে অস্বাভাবিক জোয়ার। ১২ ইউনিয়ন ও দুইটি পৌরসভার বেড়িবাঁধের বাইরের অন্তত ছয় হাজার পরিবার জোয়ারের সময় বিপাকে পড়ছে। শত কিলোমিটার কাচা মাটির সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া খানা-খন্দে সয়লাব হওয়া এলজিইিডির নির্মিত আরও প্রায় ১০০ কিলোমিটার সড়কের নাকাল দশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কুয়াকাটাগামী বিকল্প সড়কের তিন ইউনিয়নের মানুষ। ছোট বালিয়াতলী থেকে ২৯ কিলোমিটার দীর্ঘ সড়কের চরম বেহাল দশা। নি¤œ আয়ের মানুষ টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে। গৃহবন্দী এসব শ্রমজীবী মানুষ কষ্টে পড়েছেন।
লালুয়ার রাবনাবাদপাড়ের চারিপাড়াসহ বেড়িবাঁধ ভাঙ্গা জনপদের ১১ গ্রামের মানুষ এখন ভাসছে। অধিকাংশের আমন চাষাবাদ বন্ধ হয়ে গেছে। নীলগঞ্জের প্রায় চার শ’ সবজিচাষীসহ উপজেলা সহ¯্রাধিক সবজি চাষী পরিবারের এখন ক্ষেত নষ্টের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে অধিকাংশ স্লুইসগেট আটকে সরকার দলীয় এক শ্রেণির ক্যাডাররা মাছ ধরার কাজে ব্যবহার করছে। ফলে কৃষকের আরেকদফা ভোগান্তি হচ্ছে। চাষাবাদে সমস্যার কবলে পড়তে হয়েছে।
লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকায় সাগরে মাছ শিকার বন্ধ রয়েছে। মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, সাগর ভয়ানক উত্তাল। হাজারো ফিশিং বোট মহিপুর-আলীপুরে খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, এখন পর্যন্ত কৃষকের তেমন ক্ষতির শঙ্কা নেই। জলাবদ্ধতা নিরসনে মহিপুর ইউনিয়নের কয়েকটি বাঁধ অপসারণ করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানালেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৭ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ