নবাবগঞ্জে মাস্ক না পড়ায় ৫০জনের জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নবাবগঞ্জে মাস্ক না পড়ায় ৫০জনের জরিমানা
সোমবার ● ১৭ আগস্ট ২০২০


নবাবগঞ্জে মাস্ক না পড়ায় ৫০জনের জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রবিবার (১৬ আগস্ট)  দুপুরে উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মামুনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ৫০ জনের কাছ থেকে মোট ১৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- মামুন এ সময়  স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৮ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ