নাজিরপুরে জমি দখলের চেষ্টায় গাছকাটার অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে জমি দখলের চেষ্টায় গাছকাটার অভিযোগ
সোমবার ● ১৭ আগস্ট ২০২০


নাজিরপুরে জমি দখলের চেষ্টায় গাছকাটার অভিযোগ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে সরকারি জমি দখলের চেষ্টায় জায়গার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শেখ রাজিবুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। দায়ের হওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২নভেম্বর  উপজেলার সদর ইউনয়িনের আনসার ভিডিপির মহপরিচালকের ৪৭ নং গোদাড়া মৌজার ৩২ নং খতিয়ানের ২২২ নং দাগের  সাড়ে সাত শতক জমি স্থানীয় মো. দলিল উদ্দিনের কাছ ক্রয় করা হয়। কিন্তু  বিগত ২সপ্তাহ যাবৎ ওই জমি দখল করতে স্থাণীয় আব্দুল জব্বার সরদারের পুত্র প্রভাবশালী জাহিদুল সরদারের নেতৃত্বে সেখানে থাকা রেন্টিসহ বিভিন্ন গাছ কেটে নেন।
স্থাণীয় আনছার-ভিডিপি ক্লাবের সভাপতি মোঃ সেলিম শিকদার জানান, ওই জমি দখল করতে স্থাণীয় জাহিদুল ও তার ভাইয়েরা ওই জায়গায় থাকা গাছ কেটে নিয়েছে। জমি  দখল করতে বিভিন্ন চেষ্টা চালাচ্ছে। গাছ কেটে নিতে মুরু করলে বাঁধা দিলে কিছু গাছ রেখে গেছে।
এ ব্যাপারে উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রাজিবুর রহমান  জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের   করলেও কোন  সুরাহা হয় নি।
অভিযুক্ত জহিদুল সরদার জানান, তিনি সহ তার ভাইয়েরা একই মালিকের  একই দাগের সাত শতাংশ ওই জমি ক্রয় করেছেন।  তারা তাদের জমি থেকেই  গাছ কেটেছেন। সরকারী কোন গাছ কাটেন নি।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৬:১৪ ● ২৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ