পিরোজপুরে ব্যবসায়ী হত্যাকান্ডে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ব্যবসায়ী হত্যাকান্ডে ইউপি সদস্য গ্রেপ্তার
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০


পিরোজপুরে ব্যবসায়ী হত্যাকান্ডে ইউপি সদস্য গ্রেপ্তার

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে। রাত ৮ টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আহত মিজানুর রহমান মারা যায় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল। এ ঘটনায় আহত ৩/৪জন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ইউপি সদস্য রাজ্জাক বেপারীকে গ্রেপ্তার করেছে।
নিহত মিজানুর রহমান (৪৮) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিল শেখের পুত্র এবং তিনি ঢাকায় ব্যবসা করেন।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য রাজ্জাক বেপারী (৩৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের হোসেন আলী বেপারীর পুত্র এবং কলাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ।
নিহত মিজানুরের মামা কাজী শাহাদাত হোসেন জানান, পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠী গ্রামের একটি জমি নিয়ে চরপুখুরিয়া গ্রামের ইউপি সদস্য রাজ্জাক বেপারীর সাথে তার ভাগিনাদের সাথে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে সেই জমিতে মিজানুর রহমান চাষ করতে গেলে ইউপি সদস্য রাজ্জাক বেপারী ও তার সাথে থাকা লোকজন হামলা চালিয়ে মিজানুরকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে মিজানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মিজানুর মারা যায়।
পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কলাখালী ইউনিয়নের ইউপি সদস্য রাজ্জাক বেপারী  কে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:০৮ ● ৪০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ